Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যPMAY-G-এর অধীনে বেলবাড়ি ব্লকের 1,963 পরিবারকে পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের...

PMAY-G-এর অধীনে বেলবাড়ি ব্লকের 1,963 পরিবারকে পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের অধীনে

বর্তমান আর্থিক বছরে, বেলবাড়ি ব্লকের 1,963 পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করা হচ্ছে৷ এসব পরিবারের মধ্যে বেলবাড়ি গ্রামের ৮৮টি, বিক্রম মলসোম গ্রামের ১৫৩টি, বুবগড়া গ্রামের ১৭৪টি, চম্পকনগর গ্রামের ১৮৭টি, চম্পাবাড়ি গ্রামের ৩৮টি, রাধাপুর গ্রামের ১৮৮টি, পূর্ব বেলবাড়ি গ্রামের ১২৮টি, জনমেজয় গ্রামের ২২৩টি, জনমেজয় গ্রামের ৪টি পরিবার রয়েছে। পূর্ব জনমেজয় গ্রাম, পশ্চিম জিরানিয়া খোলা গ্রামের ১৪৪, রাধাপুর গ্রামের ১৮৯, রাসা দশরথ নগর গ্রামের ১০২, শান্তিনগর গ্রামের ৯৩, সায়রা গ্রামের ১৩৪ এবং জিরানিয়া খোলা গ্রামের ১১৮টি পরিবার। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হবে ১ লাখ ৩০ হাজার টাকা। এমনটাই জানিয়েছে বেলবাড়ি ব্লক অফিস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য