রাজধানীর আনাচে কানাচে ছেয়ে গেছে ড্রাগস। বিভিন্ন জায়গা থেকে যুবকরা এসে প্রকাশ্যে বিক্রি করছে নেশা সামগ্রী। আগরতলা রাধানগর ১ নম্বর আবাসন এলাকায় ড্রাগস বিক্রির জন্য গাড়ি নিয়ে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে কতিপয় যুবকরা।ঘটনাটি নজরে আসে স্থানীয় লোকজনের। স্থানীয় নেশাকারবারিদের ধরার জন্য আগে থেকেই উত পেতে বসেছিলেন। শুক্রবার সেই সুযোগ পেয়ে যান। এদিন গাড়ি নিয়ে যুবকরা আসতেই তাদের আটক করে স্থানীয়রা। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ। গাড়ির ভিতরে পাওয়া যায় ব্রাউন সুগার ও সিরিঞ্জ। খবর পেয়ে ছুটে যায় পুলিস। গাড়ি সহ নেশাকারবারিদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এদিন স্থানীয়রা পুলিসের ভূমিকায় ক্ষোভ জানান। তাদের অভিযোগ এভাবে নেশা সামগ্রী বিক্রি হলেও পুলিস সেদিকে কোন নজরই দেয় না।



