Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে রাস্তায় নামল কংগ্রেস

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে রাস্তায় নামল কংগ্রেস

চলতি সংসদ অধিবেশনে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট পেশ হয়। বিরোধীরা ইতিমধ্যে এই বাজেটের সমালোচনা করে মন্তব্য করেছেন এই বাজেট হল মোদী সরকারের গদি বাঁচানোর বাজেট। এই বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে রাস্তায় নামলো প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন। কেন্দ্রের বাজেট ছাত্র-যুব-নারী-কৃষক-শ্রমিক বিরোধী। এই বাজেটের বিরোধিতা করে শুক্রবার কাঠফাটা রোদের মধ্যে পথে নামলো কংগ্রেসের শাখা সংগঠন গুলি। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে যায়। সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং বাজেটের প্রতিলিপি পোড়ায়। উপস্থিত ছিলেন যুব নেতা নীল কমল সাহা, মহিলা সংগঠনের নেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। যুব নেতা অভিযোগ করেন বিহার ও অন্ধ্রপ্রদেশকে আলাদা ভাবে বেশি অর্থ দেওয়া হয়েছে। এর একমাত্র কারণ হল নিতিশ কুমার ও চন্দ্র বাবু নাইডু যাতে বিজেপির সঙ্গে থাকে। কারণ তারা সরে গেলে কেন্দ্রে সরকার ভেঙে যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য