Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যবুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারী জমির উপর গড়ে তোলা ভারতরত্ন সংঘের...

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারী জমির উপর গড়ে তোলা ভারতরত্ন সংঘের অবৈধ অফিস ঘর

শেষ পর্যন্ত প্রশাসনিক সিদ্ধান্ত মতে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ভারতরত্ন সংঘের দীতলদালান বাড়ি বুধবার কাক-ভোর থেকে শুরু হয় এই উচ্ছেদ প্রক্রিয়া বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় ভারতরত্ন সংঘের দালান বাড়ি। গোটা ভাঙ্গন প্রক্রিয়া তদারকি করতে সশরীরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ আধিকারিক কিরণ কুমার কে। ক্লাব ঘর ভেঙে সরকারি জমি দখল প্রক্রিয়া কে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রচুর সংখ্যক পুলিশ ও টি এস আর কর্মী মোতায়েন করা হয়। ক্লাব ঘর ভেঙে গুঁড়িয়ে দিতে প্রশাসনের সময় লাগে প্রায় চার ঘণ্টার মতো এদিন এই প্রসঙ্গে পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড তদন্তে বিভিন্ন দিকগুলি উঠে আসে এর মধ্যে অন্যতম ছিল এই ক্লাবের জমির বিষয়টিও তদন্তে উঠে আসে এই ক্লাব গৃহে বিভিন্ন অনৈতিক কাজ চলতো একে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হত গোটা ক্লাব এলাকাটি সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল সরকারি জমির দখল করা সম্পূর্ণ বেআইনি তাই ক্লাব ঘর ভেঙ্গে খেলার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ৭ দিনের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। এদিন এই উচ্ছেদ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ আধিকারিক কিরণ কুমার কে। তিনি জানান ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব কে খুন করা হয় এই হত্যাকাণ্ডের তদন্তে উঠে আসে যে সরকারি জমি দখল করে এই ক্লাব ঘরটি বানানো হয়েছে যা আইনত বেআইনি তাই প্রশাসনের নির্দেশে ক্লাব ঘর ভেঙে ফেলা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ আধিকারিক। উল্লেখ্য গত ৩০ এপ্রিল সন্ধারাতে রাজধানীর সালবাগান এলাকায় ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করে এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এখন পর্যন্ত ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশী তদন্তে বেরিয়ে আসে সরকারি জমি দখল করে ভারতরত্ন সংঘের ক্লাব ঘর নির্মাণ করা হয় সংশ্লিষ্ট এলাকার প্রায় এক একর সরকারি জায়গা দখল করা হয়েছে বলেও তদন্তে বেরিয়ে আসে জবরদখল করা বাকি জায়গা দখল মুক্ত করতে প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে সেটিও দেখার বিষয়। আরো উল্লেখ্যা বিষয় হল রাজধানীর এমন একাধিক ক্লাব রয়েছে যেগুলি সরকারি জমি উপর নির্মাণ করা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রেও প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাও এখন দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য