ক্রেতা সেজে জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কার চুরি করে পার পেল না এক যুবক। পুলিসের হাতে ধরা পড়লো অভিযুক্ত যুবক। ঘটনা ১৩ জুলাই। রাজধানীর শ্যাম সুন্দর কোং জুয়েলারিতে ক্রেতা সেজে আসেন মলয়নগরের বাসিন্দা রজত সাহা। জুয়েলারি থেকে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। ঘটনা নজরে আসতেই জুয়েলারি থেকে পূর্ব থানায় মামলা করা হয়। পুলিস সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে।মামলা নিয়ে পুলিস গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করে অভিযুক্তকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় স্বর্ণালঙ্কার।