দেড় বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি জেল পুলিসের। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি তারা জানিয়ে আসছে। সোমবার চাকরি প্রত্যাশীরা রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আই জি প্রিজন অফিসের সামনে আসেন। তারা এদিন আই জি প্রিজনের সঙ্গে দেখা করতে চান। অভিযোগ তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এর আগেও একবার এসে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয় চাকরি প্রত্যাশীদের।তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান লিখিত পরীক্ষা, ভাইভা সম্পন্ন করে নিয়োগ করার। চাকরি প্রত্যাশীরা জানান ২০২২ সালে জেল পুলিশ পদে নিয়োগের জন্য শারীরিক মাপ নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেন। শারীরিক মাপ নেওয়ার পর লিখিত পরীক্ষা ও ভাইবা টেস্ট নেওয়া হবে বলে জানানো হয়। অভিযোগ দেড় বছর পার হয়ে গেলেও লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না।ডেপুটেশন দিতে ব্যর্থ জেল পুলিসের চাকরি প্রত্যাশীরা সেখানে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।