Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য‘ এক ভারত শ্রেষ্ঠ ভারত ’ কর্মসূচিতে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বর্ণময় সাংস্কৃতিক...

‘ এক ভারত শ্রেষ্ঠ ভারত ’ কর্মসূচিতে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হলে পর্যটনকে হাতিয়ার করতে হবেঃ বিধানসভার অধ্যক্ষ

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ‘ এক ভারত শ্রেষ্ঠ ভারত ’ কর্মসূচিতে আজ সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয় । ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের উত্তর – পূর্বাঞ্চল বিভাগের উদ্যোগে এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয় । এতে ত্রিপুরা , বিহার এবং মিজোরাম এই তিন রাজ্যের ট্যুর অপারেটর , ট্রেভেল এজেন্ট এবং হোটেল ব্যবসায়ীরা অংশ নেন । উদ্দেশ্য পর্যটন শিল্পকে আরো কিভাবে বিকশিত করা যায় । অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন , আত্মনির্ভর ত্রিপুরা গড়তে হলে পর্যটনকে হাতিয়ার করতে হবে । সে লক্ষ্যে ত্রিপুরা আজ এগিয়ে চলেছে । রাজ্যের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে অনেকগুলি জাতীয় সড়ক নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে । রাজ্যের স্থলপথ , রেলপথ , আকাশপথে যোগাযোগের মান অনেক উন্নত হয়েছে । ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার করিডোর হচ্ছে ত্রিপুরা । অধ্যক্ষ শ্রী চক্রবর্তী বলেন , এ রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর । একে কাজে লাগাতে হবে । রাজ্যে পর্যটকদের আগমন বাড়লে অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে । তিনি বলেন , পর্যটন প্রসারের সাথে সাথে এ রাজ্য কাঠাল , আনারস , লেবু রপ্তানিতে আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছে । আমরা চাই নেশামুক্ত , হিংসামুক্ত , উন্নয়নমুখী ত্রিপুরা । তিনি বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার উন্নয়নে আন্তরিক রয়েছেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের উত্তর – পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা শঙ্খশুভ্র দেববর্মণ বলেন , ত্রিপুরার প্রাকৃতিক বৈচিত্র বড় মনোরম । পর্যটনেও এ রাজ্য দ্রুত এগিয়ে চলছে । প্রসাদ ও স্বদেশ প্রকল্পের মাধ্যমে রাজ্যের পর্যটন স্থলগুলির বহুমুখী উন্নয়ন কাজ এগিয়ে চলেছে । → অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় । অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের শিল্পীরা হজাগিরি , মামিতা , দেশাত্মবোধক , লোকনৃত্য ও একক সংগীত পরিবেশন করেন । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ । তাছাড়া রাজ্যের জাতি , জনজাতির যুবক – যুবতীরা চিরাচরিত পোশাকে ফ্যাশন শো – এ অংশ নেয় । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা প্রোগ্রাম হেড আল্পনা দাস । এদিকে পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই কর্মসূচির অঙ্গ হিসাবেই ১১ মার্চ উদয়পুরের ভূবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছ ভারত অভিযান । এরপর ত্রিপুরা , মিজোরাম ও বিহারের ট্যুর অপারেটর ও ট্যুর এজেন্টদের ছবিমুড়া ও ডুম্বুর পর্যটন কেন্দ্র পরিদর্শন করানো হয় । এই উপলক্ষে আজ সকালে গীতাঞ্জলি পর্যটন আবাসে ত্রিপুরা , মিজোরাম ও বিহারের ট্যুর অপারেটর , ট্যুর এজেন্ট ও হোটেল ব্যবসায়ীদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের উত্তর – পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা শঙ্খশুভ্র দেববর্মণ , ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এম ডি তড়িৎ কান্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন । মত বিনিময় সভায় এই তিন রাজ্যের পর্যটকরা যাতে প্যাকেজ ট্যুরের মাধ্যমে যাতায়াত করতে পারেন সে বিষয়ে রূপরেখা তৈরি করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য