খাস জায়গায় অফিস ঘর তৈরি করেছে ঊষাবাজার এলাকার বনেদী ক্লাব ভারত রত্ন সংঘ।অভিযোগ ক্লাব ঘরের সামনের কিছু জায়গাও খাস রয়েছে। তদন্তে এই রিপোর্ট বেরিয়ে আসার পর প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়েছে সংঘের সভাপতি ও সম্পাদককে।৮ জুলাই সদর মহকুমা প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়েছে ভারত রত্ন সংঘের ক্লাব ঘর ভেঙে ফেলার। পাশাপাশি উষাবাজারের বিখ্যাত ভারত রত্ন সংঘের বিল্ডিং কেন ভাঙা হবে না তার জন্য সাত দিনের মধ্যে ফেরতযোগ্য শোকজ নোটিশ দেওয়া হয়েছে।এবিষয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান সাত দিনের মধ্যে যদি সংঘের কর্তৃপক্ষ ক্লাব ঘর না ভেঙে ফেলে তাহলে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান পুলিসি তদন্তে বের হয়ে আসে সেই এলাকায় কিছু ঘটনা ঘটেছে জার সঙ্গে ভারত রত্ন সংঘের নাম জড়িয়ে আছে।