ত্রিপুরা সরকারের বনদপ্তরের অধীনে কর্মরত বনমিত্র কর্মীদের বেতন বৃদ্ধি করে প্রতিমাসে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা করতে হবে। তাদের দেওয়া বেতনের অনুমোদন অর্থ দপ্তর থেকে নিতে হবে যাতে করে তারা স্থায়ী কর্মচারীর স্বীকৃতি পান। বনমিত্রদের দপ্তর থেকে ড্রেস প্রদান করতে হবে। এই দাবিগুলো গুলো নিয়ে মঙ্গলবার ডেপুটেশনে মিলিত হলো বনমিত্ররা। এদিন তারা রাজধানী আগরতলার গোর্খাবস্তি এলাকার মুখ্য বন অধিকর্তার অফিসের সামনে মিলিতন হন এবং এক প্রতিনিধি দল গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন। সেই সঙ্গে বনমিত্র কর্মীরা জানান রাজ্যের আর জেলায় সব মিলিয়ে তারা প্রায় ৬০০জন রয়েছেন। ডক্টর যদি তাদের এই দাবি গুলি না মানে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করবেন। এই কর্মীদের মধ্যে পুরুষ এবং নারী উভয় অংশে মানুষ রয়েছেন। এ দিনের কর্মসূচিতে প্রায় সকলেই শামিল হয়েছিল।