Friday, August 8, 2025
বাড়িখবররাজ্যমোহনপুরে সমবায় দপ্তরের সহনিয়ামক কার্যালয়ের উদ্বোধন হয়।গ্রামীণ অর্থনীতির বিকাশে কেন্দ্র ও রাজ্য...

মোহনপুরে সমবায় দপ্তরের সহনিয়ামক কার্যালয়ের উদ্বোধন হয়।গ্রামীণ অর্থনীতির বিকাশে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই সমবায়ের উপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বললেন শিক্ষামন্ত্রী

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তায় ত্রিপুরা এখন বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে । এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা , সবকা সাথ সবকা বিকাশ , সবকা প্রয়াস এবং আত্মনির্ভর ত্রিপুরা এই শ্লোগান নিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে । বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের এই প্রয়াসে সফলতাও আসছে । আজ মোহনপুরে সমবায় দপ্তরের সহনিয়ামক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন । তিনি বলেন , গ্রামীণ অর্থনীতির বিকাশে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই সমবায়ের উপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে । রাজ্য সরকার গত ৪ বছরে ১,৪৪৭ টি নতুন কো – অপারেটিভ খুলেছে । রাজ্যে বর্তমানে ৮ লক্ষ ৪০ হাজার ব্যক্তি বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন । রাজ্য সরকার চাইছে রাজ্যের ব্যাপক অংশের মানুষকে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে । রাজ্যে বর্তমানে ১২১ টি দুগ্ধ উৎপাদক সমিতি রয়েছে । কার্যালয়ের উদ্বোধন করে সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন , সমবায়ের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা সামাজিক , অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হতে পারি । রাজ্যের ব্যাপক অংশের মানুষকে যাতে সমবায় সমিতির সাথে যুক্ত করা যায় রাজ্য সরকার সেই লক্ষ্যে কাজ করে চলেছে । তিনি বলেন , রাজ্যে আরও ৫ টি সহনিয়ামকের অফিস খোলা হবে । তিনি বলেন , মাত্র ২০০ লিটার দুধ দিয়ে আমুল কোম্পানী সমবায় সমিতির কাজ শুরু করেছিল । আজ তারা সারা বিশ্বে দুধের যোগানের ক্ষেত্রে একটা পরিচিত নাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় দপ্তরের সমবায় নিয়ামক দিলীপ কুমার চাকমা । সভাপতিত্ব করেন মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো – অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান নিতাই কুমার দেব । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস , মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ , মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিনা দেববর্মা , বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য