ফের গাঁজাসহ এক যুবক কে আটক করলো আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ ।ধৃত যুবকের নাম রাহুল দে ।তার বাড়ি খোয়াই মহকুমার খোয়াই থানাধীন তবলা বাড়ি এলাকায়।এদিন এই সংবাদ জানিয়ে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানান ,বুধবার বিকেলে আগরতলা রেল স্টেশনে রুটিন তল্লাশি অভিযান চালায় জিআরপি এবং আরপিএফ এর যৌথ পুলিশ বাহিনী ।অভিযান কালে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তাকে তল্লাশি চালিয়ে পুলিশ ৪১ কিলো গাঁজা উদ্ধার করে ।ধৃত যুবক আগরতলা থেকে গাঁজা নিয়ে শিলচরের ট্রেনে করে বহি রাজ্যে যাচ্ছিল ।এদিন জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃত যুবককে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হবে । প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৭ জুন সোমবার বিকেলে আগতলা রেল স্টেশন থেকে রামু কুমার নামের বিহারের এক যুবককে গাজা সহ আটক করে রেল পুলিশ ।তার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ।সব মিলিয়ে গত চার দিনে আগরতলা রেলস্টেশন থেকে ৬২ কিলো গাজা সহ ২ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল রেল পুলিশ।