Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যপ্লাইউডের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের, রাজধানীর চন্দ্রপুর ব্রিজ...

প্লাইউডের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের, রাজধানীর চন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায়

প্লাইউডের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শান্তি চক্রবর্তী, বাড়ি ক্ষয়েরপুরে। ঘটনা শুক্রবার দুপুরে রাজধানীর চন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। প্লাইউডের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হলো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে রাজধানীর চন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকার একটি প্লাইউডের গোডাউনে মৃত শ্রমিকের নাম শান্তি চক্রবর্তী বাড়ি খয়েরপুরের বিজয় সংঘ সংলগ্ন এলাকায় জানা গেছে কাঠের কাজ করলেও সংশ্লিষ্ট গোডাউনে সব সময় কাজ করতেন না শান্তি চক্রবর্তী গত ৩-৪ দিন ধরে এই গোডাউনে কাজ করছিলেন তিনি শুক্রবার সকালে গোডাউন থেকে একটি প্লাইউড টেনে বের করার সময় দাঁড় করিয়ে রাখা একাধিক প্লাইউড তার উপর আছড়ে পড়ে। প্লাইউডের নিচ থেকে বেরিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন তিনি গোডাউনের অন্যান্য শ্রমিকরা ও এগিয়ে এসে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন খবর পেয়ে ছুটে আসেন দমকলের কর্মীরাও দমকল কর্মীরা প্লাইউড গুলি ছড়িয়ে গুরুতর আহত শান্তি চক্রবর্তী দেহ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে জান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ডিভি হাসপাতালে ছুটে যান মৃত শান্তি চক্রবর্তীর বড় ভাই বিষ্ণু চক্রবর্তী এদিন বিষ্ণু চক্রবর্তী এই সংবাদ জানান। এদিন জিবি হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে খয়েরপুর বিজয় সংঘ সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য