Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যরাজ্যপালের নিকট টিইউআইপিসি'র স্মারকলিপি প্রদান

রাজ্যপালের নিকট টিইউআইপিসি’র স্মারকলিপি প্রদান

অবিলম্বে এ টি টি এফ এবং টি এন ভি চুক্তি রূপায়ণের দাবিতে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর নিকট ডেপুটেশন প্রদান করল আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করে এই স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। ১৯৮৮ সালের টি এন ভি চুক্তি এবং ১৯৯৩ সালের এটিটিএফ চুক্তি অনুসারে বেশ কিছু বিষয় এখনো কার্যকর করা হয়নি। এর মধ্যে রয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চের পরে যারা বাইরে থেকে রাজ্যে এসেছেন ,তাদের চিহ্নিত করে রাজ্য থেকে ফেরত পাঠানো ,ইনার লাইন পারমিট চালু করা এবং যারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিএসএফ ,সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন চুক্তি মত তাদের জন্য ব্যবস্থা গ্রহণ প্রভৃতি। এই সমস্ত বিষয়গুলো অতিসত্বর বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর নিকট ডেপুটেশন প্রদান করে আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল বা টি ইউ আইপিসি। এদিন এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন এবং তার হাতে এই স্মারক লিপি তুলে দেন। এই প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিলের সভাপতি মতিলাল দেববর্মা, তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদান শেষে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই সংবাদ জানান। এদিন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিলের পক্ষে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, অবিলম্বে দাবি পূরণ না হলে তারা আগামীদিনে আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন ।এই ক্ষেত্রে তারা আরএসএস ,বজরং দল, ত্রিপুরী সেনা ও শান্তি সেনার মত স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন। রাজ্যজুড়েই গণতান্ত্রিক পথে এই আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য