গ্লোবাল ওয়ার্মিং প্রাকৃতিক গ্যাসের যোগানে থাবা বসাচ্ছে এতে বাধাপ্রাপ্ত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বুধবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ বিপর্যয়জনিত এই হুমকির কথা জানালেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জিএম রঞ্জন দেববর্মা। পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিং এর ফলে প্রভাব পড়ছে প্রাকৃতিক সম্পদের উপর এতে ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক উপায়ে সৃষ্ট বিভিন্ন পদ্ধতি এর মধ্যে অন্যতম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াও রাজ্যের সম্প্রতি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। মূলত মাটির নিচের গ্যাস সঠিক পরিমাণে পাওয়া যাচ্ছে না এতে পালাটানা রুকিয়া নিত্য বর্ণনা প্রভৃতি বিদ্যুৎ প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে ক্রমাগত পরিবেশ দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে এদিন এমনটাই অভিমত ব্যক্ত করেছেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন এদিন সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান বিষয়টি আগামী দিনের জন্য গভীর উদ্বেগের। উল্লেখ্য, ৭৯ টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্পোরেট অফিসের উর্জাভবনে বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার টিপিটিএল রঞ্জন দেববর্মন সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও কর্মচারীবৃন্দ। এই উদযাপন অনুষ্ঠানে পরিবেশ রক্ষা সচেতনতা মূলক শপথ বাক্য পাঠ করা হয়। এই অনুষ্ঠানে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্মচারীদের মধ্যে বায়োডিগ্রেডেবল ক্যারিব্যাগ এবং গাছের চারা বিতরণ করা হয়। টিপিটিএল অফিস প্রাঙ্গনে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। কুইজের মাধ্যমে কর্মচারীদের মধ্যে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।