Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যরেমেল এর প্রভাব কাটলেও বনমালীপুরবাসীর খোঁজ নিচ্ছেন রাজীব

রেমেল এর প্রভাব কাটলেও বনমালীপুরবাসীর খোঁজ নিচ্ছেন রাজীব

রাজধানীর বনমালিপুর এলকায় কিছুটা বৃষ্টি হলেই জল জমে যায়। রেমেল এর প্রভাবে বৃষ্টির সময়ও তা দেখা গিয়েছে। যদিও পুর নিগমের সদিচ্ছায় এবারের বৃষ্টিতে জল জমলেও বেশিক্ষন স্থায়ী হয়নি। এখন জল নেমে গেলেও এলাকা পরিদর্শন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্চার্যি। বৃহস্পতিবার তিনি এলাকার নিম্নাঞ্চলগুলি পরিদর্শন করেন। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। কোথায় কি সমস্যা রয়েছে , কি ভাবে এর সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করেন। বৃষ্টির সময় যখন জল জমেছিলো তখনও রাজীব বাবু সরেজমিনে এলাকা পরিদর্শন করেছিলেন। এখনো করছেন। সঙ্গে রয়েছেন স্থানীয় বিজেপির কার্যকর্তারা। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে বাড়ি বাড়ি যান তিনি। বৃহস্পতিবার মোটরস্ট্যান্ড পূর্ব থানা রোড এলাকায় রেমেল এর ফলে যে বৃষ্টি হয়েছে তাতে তারা কি অবস্থায় আছেন সেই বিষয়ে খোঁজখবর নেন। বর্তমান সরকার মানুষের পাশে আছে মানুষের দুর্ভোগ লাঘব করতে সচেষ্ট বলে দাবি করেন তিনি। পাশাপাশি এলাকার বিরোধী দলের বিধায়কের ভূমিকার সমালোচনাও করেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য