পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এদিন এমবিবি বিমানবন্দরে আরএসএস প্রধানকে স্বাগত জানান আরএসএস -এর কর্মীরা ।বিমানবন্দর থেকে সোজা খয়েরপুরের সেবা ধামে চলে যান সংঘপ্রধান মোহন ভাগবত।খয়ের পুরের তুলাকোনাস্হিত সেবাধামে গত ১৮ মেয়ে থেকে আরএসএস কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে ৩ দিনের সংঘ পরিচয় বর্গ থেকে শুরু করে ১৫ দিনের সংঘ শিক্ষা বর্গ ,কুড়ি দিনের কার্যকর্তা বিকাশ বর্গ-১ এবং ২৫ দিনের কার্যকর্তা বিকাশ বর্গ -২ অনুষ্ঠিত হবে ।এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ।এদিন এমবিবি বিমানবন্দরে আরএসএস প্রধানকে স্বাগত জানান প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের আরএসএস সদস্যরা ।বিমানবন্দর থেকে সোজা খয়েরপুরের তোলাকোনাস্হিত সেবাধামে চলে যান মোহন ভাগবত ।সেবাধামে বৃহস্পতিবার থেকেই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবেন তিনি। জানা গেছে রাজ্যে অবস্থান কালে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের সাথেও মতবিনিময় করবেন সংঘ পরিচালক মোহন ভাগবত। এই প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা ছাড়াও অরুনাচল প্রদেশ, মেঘালয় ,মনিপুর ,মিজোরাম, নাগাল্যান্ড এবং আসাম- উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলি থেকে আগত প্রশিক্ষনার্থীরা অংশগ্রহণ করেছেন। মোট ১৫২ জনের মতো প্রশিক্ষণার্থী এই শিবিরে অংশগ্রহণ করেছেন । তাদেরকে প্রশিক্ষণ প্রদানের কাজে নিযুক্ত রয়েছেন ৩০ জন শিক্ষক এবং ৪০ জন ব্যবস্থাপক। এদিন খয়েরপুরের তুলাকোনাস্থিত সেবাধাম সূত্রে এই সংবাদ জানা গেছে।