Sunday, October 20, 2024
বাড়িখবররাজ্যবন ও বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে : সাংসদ রেবতী...

বন ও বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে : সাংসদ রেবতী ত্রিপুরা

অমরপুর চন্ডীবাড়ি মাঠে আজ দু’দিনব্যাপী গোমতী জেলাভিত্তিক গজরাজ উৎসবের উদ্বোধন হয়েছে । বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা । গজরাজ উৎসবের উদ্বোধন করে সাংসদ শ্রীত্রিপুরা বলেন , বন ও বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে । শুধু হাতি নয় , মানব সমাজের প্রয়োজনেই অন্যান্য বন্যপ্রাণীদেরও রক্ষা করতে হবে । আমাদের রাজ্যে সরকারি হিসেবে জঙ্গলে হাতি রয়েছে ৪৫ টি । তাছাড়াও ৬৫ টি হাতি রয়েছে ব্যক্তি মালিকানাধীনে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা , অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা , গোমতী জিলা পরিষদের সদস্য মহীভূষণ চক্রবর্তী , বন দপ্তরের সিসিএফ ড . শশী কুমার , অমরপুর মহকুমার মহকুমা শাসক বিজয় সিনহা প্রমুখ । অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য র‍্যালি অমরপুর নগর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে । গোমতী জেলাভিত্তিক গজরাজ উৎসব উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা ও ভলিবল প্রতিযোগিতা । দু’দিনব্যাপী গজরাজ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য