Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যচা বিক্রেতা খুনের দায়ে ধৃত যুবক পুলিশের জালে আটক

চা বিক্রেতা খুনের দায়ে ধৃত যুবক পুলিশের জালে আটক

চা ও সিগারেটের টাকা চাওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃত অভিযুক্তের নাম দীপঙ্কর সরকার ।সম্প্রতি রাজধানীর প্রতাপগড় বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।প্রতাপগড় বাজারে চা, পান, বিড়ি ও সিগারেটের ব্যবসা করতেন সুখেন দাস । এই ক্ষুদ্র ব্যবসার উপর নির্ভর করেই তার চার সদস্য সংসারের ভরণপোষণ চলতো ।তার বাড়ি প্রতাপগড় বাজারের পাশেই রামকৃষ্ণপল্লী এলাকায় ।একই এলাকায় বাস করেন দীপঙ্কর সরকার নামে এক ব্যক্তি ।গত ১৬ মে এই দীপঙ্কর সরকার সুখেন সরকারের দোকান থেকে চা এবং সিগারেট খেয়ে পয়সা না দিয়ে চলে যায়। পরদিন ১৭ই মে সকালে সুখেনের দোকানে এসে ফের চা এবং সিগারেট চায় দীপঙ্কর ।তার কাছে আগের দিনের পয়সা চাইতে গেলে দীপঙ্কর চা বিক্রেতা সুখেন দাসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। ১৮ই মে সকালে দোকান খুলতেই একটি ইট নিয়ে সুখেন দাসের মাথার পেছনের দিকে পরপর দুইবার আঘাত করে দীপঙ্কর সরকার ।এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চা বিক্রেতা সুখেন দাস। তাকে সাথে সাথে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০ মে রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় সুখেন দাসের ।এই ঘটনায় পূর্ব থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে । সোমবার রাতেই অভিযুক্ত দীপঙ্কর সরকারকে গ্রেফতার করে পুলিল।মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত ধৃত অভিযুক্ত দীপঙ্কর সরকারকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। বর্তমানে পশ্চিম থানায় পুলিশ রিমান্ডে রয়েছে ধৃত অভিযুক্ত দীপঙ্কর সরকার ।এদিন পূর্ব থানার ওসি এই সংবাদ জানান।প্রয়াত চা বিক্রেতা সুখেন দাসের দুটি নাবালিকা সন্তান রয়েছে ।পরিবারের একমাত্র উপার্জনকারীর মর্মান্তিক মৃত্যুতে গোটা প্রতাপগড়ের রামকৃষ্ণপল্লী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ধৃত অভিযুক্ত দীপঙ্কর সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য