সারা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও বুধবার থেকে প্রথা মেনে শুরু হয়েছে ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী উদযাপন। বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর বেনুবন বিহারে চলছে প্রস্তুতির শেষ তুলির টান ।বুধবার সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা। বৃহস্পতিবার সকাল থেকেই চলবে ধর্মীয় অনুষ্ঠান।২৩ মে বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা। পরম করুনাময় বুদ্ধের জন্ম ,বুদ্ধ্ত লাভ এবং মহাপরিনির্মাণ লাভ। এই ত্রী স্মৃতি বিজরিত বুদ্ধের প্রধান উৎসব উপলক্ষে গোটা বিশ্বেই বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলছে জোড় প্রস্তুতি ।বিভিন্ন বুদ্ধমন্দির গুলি নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে ।গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলছে এই প্রস্তুতি ।এই উপলক্ষে বুধবার আগরতলার বেনুবন বিহারে জোড় প্রস্তুতি চলে ।ইতিমধ্যেই গোটা মন্দির নতুন রংয়ের প্রলেপে সাজিয়ে তোলা হয়েছে ।সন্ধ্যার আগেই আলোর মালায় সাজিয়ে তোলা হবে বেনুবন বিহারকে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হবে উৎসব ।সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা ।বৃহস্পতিবার সকাল থেকে চলবে প্রার্থনা সভা ।বিশ্ব শান্তি কামনায় ও জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় চলবে প্রার্থনা সভা ।এদিন বেনুবন বিহারের কৌশল রত্ন শ্রাবণ এই সংবাদ জানান।শুধু বেনুবন বিহারই নয়, ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে অভয় নগরের প্রাচ্য বিদ্যাবিহার সহ রাজ্যের নানান স্থানের বুদ্ধমন্দির গুলিতেও বুধবার থেকে চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব ।বুধবার সন্ধ্যা থেকেই রাজ্যের সমস্ত বুদ্ধ মন্দিরগুলিতে অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা ।বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বেনুবন বিহারসহ রাজ্যের বিভিন্ন বুদ্ধমন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হবে এমনটাই মনে করছে বিভিন্ন মহল।