ভোট গণনাকে সামনে রেখে শনিবার উমাকান্ত একাডেমির স্টংরুম এবং কাউন্টিং হল পরিদর্শন ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। ভোট গণনার প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা সারাদেশের সাথে রাজ্যেও দুটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে মোট সাতটি স্থানে এর মধ্যে অন্যতম রাজধানীর উমাকান্ত একাডেম ি স্কুল। উমাকান্ত একাডেমীতে পশ্চিম জেলার 14 টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে এই লক্ষ্যে উমাকান্ত একাডেমী এবং উনাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে মোট ১৪ টি গণনা কেন্দ্র নির্মাণ করা হয়েছে শনিবার সংশ্লিষ্ট গণনা কেন্দ্রগুলি পরিজেশন করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এদিন সংশ্লিষ্ট দুটি বিদ্যালয়ে স্ট্রংরুম এবং গণনা কেন্দ্রগুলি পরিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জানান পশ্চিম আসনের ভোট গণনা নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গণনা কর্মীদের মহড়া মাইক্রো অবজারভারদের মহড়া সম্পন্ন হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট ডে মহড়া সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি সম্পন্ন করছে ইভিএম গুলিকে টিং স্তরের নিরাপত্তা বলাই এর মধ্যে রাখা হয়েছে সিসিটিভির ক্যামেরার মাধ্যমে ইভিএম গুলির নিরীক্ষণ চলছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই আশা ব্যক্ত করেন তিনি।উল্লেখ্য চারটি জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রটি গঠিত ।এরমধ্যে পশ্চিম জেলার ১৪ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে উমাকান্ত একাডেমী স্কুলে ।এছাড়া সিপাহীজলা জেলায় তিনটি গণনা কেন্দ্রে ভোট গননা করা হবে।গোমতী জেলায় রয়েছে একটি ভোট গণনা কেন্দ্র এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় রয়েছে দুটি ভোট গণনা কেন্দ্র।