তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এক গেস্ট হাউসে চলছে রমরমিয়ে দেহ ব্যাবসা, কোন এক অজ্ঞাত কারণে দেখেও না দেখার ভান করছে তেলিয়ামুড়া থানার খাকি বাহিনী, এমনটাই অভিযোগ তেলিয়ামুড়ার আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায়। তবে কি এর পেছনে রয়েছে কড় কড়ে নোটের গন্ধ, নাকি অন্য কোন রহস্য? কি কারণে নিশ্চুপ তেলিয়ামুড়া থানা? তেলিয়ামুড়ার শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের অভিযোগ মূলে খবরে প্রকাশ,, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত একটি গেস্ট হাউসে রাজধানী আগরতলা থেকে মক্ষ্মী রানীদের এনে বেশ জাঁকিয়ে বসেছে দেহ ব্যাবসার রমরমা বাণিজ্য। সবকিছু জেনে শুনেও কোন এক অজ্ঞাত কারণে তেলিয়ামুড়া থানার খাঁকি বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। অভিযোগ আরো রয়েছে, তেলিয়ামুড়া থানার একাংশ অফিসার’কে ম্যানেজ করে নাকি ওই গেস্ট হাউসের কর্ণধার নিজের এই ব্যাবসা শ্রীবৃদ্ধি করে চলেছে দিনের পর দিন।