অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর ।বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় ঝড় জল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আগরতলার আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। রাজ্যে গত ১৭ দিন ধরে তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকায় সূর্যের সরাসরি বিকিরণ বা সোলার রেডিয়েশন ঘটছে।একই সাথে বাতাসে আদ্রতার উপস্থিতি- এই দাবদাহের অন্যতম কারণ ।এপ্রিল মাসে এখন পর্যন্ত রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল- এই দুইদিন রাজ্যে এই তাপমাত্রা পরিলক্ষিত হয়। লক্ষণীয় বিষয় হলো গত বছর এপ্রিল মাসে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এর চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু গত বছর এত দীর্ঘ সময় ধরে দাবদাহ ছিল না। এদিন আবহাওয়ার দপ্তর সূত্রে এই সংবাদ জানা গেছে। আরও জানা গেছে ,বুধবার থেকে স্বস্তি পেতে পারেন রাজ্যবাসী ।বুধবার উত্তর ত্রিপুরা জেলা ,ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ২ মে পশ্চিম জেলা এবং গোমতী জেলায় ভারী বৃষ্টিপাত হবে? এছাড়া আগামী শুক্রবার সিপাহীজলা জেলা ,গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।মঙ্গলবার মেট্রলজিক্যাল সেন্টার আগরতলার প্রধান ডঃ পার্থ রায় এই সংবাদ জানিয়েছেন।প্রসঙ্গত উল্লেখ্য যে ,মার্চ মাস থেকে রাজ্যে প্রাক বর্ষণ মরশুম শুরু হয় ।এই মরশুম চলে গোটি মে মাস পর্যন্ত।এই সময় রাজ্যে প্রচন্ড তাপমাত্রা অনুভূত হয় ।এর সাথে চলে কালবৈশাখী ঝড়ও ।বাংলা ক্যালেন্ডারের হিসাব ধরলে চৈত্র মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত অন্ততপক্ষে ২০ থেকে ২২টির মত কালবৈশাখী ঝড় পেয়ে থাকে রাজ্য ।এ বছর এই পরিমান ঝড় বৃষ্টি পয়নি ত্রিপুরা।