খোয়াই প্রতিনিধি ২৬শে এপ্রিল…..অষ্টাদশ লোকসভা নির্বাচনের রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সু সম্পন্ন হল শুক্রবার। খোয়াই মহকুমা এলাকাতে তিনটি বিধানসভা রয়েছেন যথাক্রমে খোয়াই, আশারামবাড়ী ও রামচন্দ্র ঘাট। সরকারি হিসাব মতে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে এবং বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের শতাংশের হার খোয়াই বিধানসভা কেন্দ্রে ৮৫.৫২ শতাংশ আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ৭২.১৩ শতাংশ এবং রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে ৭৩.১২ শতাংশ ভোট পড়েছে। যদিও আশা করা যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে তথা খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটের শতাংশের হার আরেকটু বৃদ্ধি পাবে। কারণ আজ প্রচন্ড তাপমাত্রা ছিল যার কারনে খোয়াই মহকুমার বিভিন্ন বুথগুলিতে সকালে এবং বিকেলে অনেকটাই ভিড় পরিলক্ষিত হয় এবং দুপুরবেলা ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে অনেকটা ভিড় কম ছিল। বিকেল পাঁচটায় ভোটের লাইনে প্রচুর সংখ্যক ভোটদাতা বিভিন্ন পলিং স্টেশন গুলিতে ভোটদানের জন্য দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়। খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন। যদিও ভোট গ্রহণের শুরুতে কিছু কিছু পোলিং স্টেশনে ইভিএম মেশিন এর কিছুটা গোলযোগ সৃষ্টি হলেও খুব দ্রুততার সঙ্গে নির্বাচন দপ্তরের কর্মকর্তারা তা সারিয়ে তুলার ব্যবস্থা করেন এবং ভোট গ্রহণ স্বাভাবিক রাখার চেষ্টা করেন। জানা যায় খোয়াই মহকুমা জুড়ে, বুথ সেন্টারগুলিতে শুধুমাত্র শাসক দলের পুলিং এজেন্ট ছিল অন্যান্য দলগুলির কোন পোলিং এজেন্ট ছিল না।