তেলিয়াম আমরা প্রতিনি :-
পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার পড়ন্ত বিকেলে “সুইপ” কর্মসূচির অঙ্গ হিসাবে খোয়াই জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে ‘কোন ভোটার যেন বাদ না পড়েন’ এই লক্ষ্যমাত্রা’কে সামনে রেখে ‘নির্বাচনী সচেতনতা ভিত্তিক নৌকা চালনা’ করা হয় তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত খোয়াই নদীর নৌকাঘাট থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক ড: চান্দনি চন্দন, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকে’রা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ব্যাপারে বলতে গিয়ে খোয়াই জেলার জেলা শাসক ড: চান্দনি চন্দন বলেন,,,, আগামী লোকসভা নির্বাচনে ‘কোন ভোটার যেন বাদ না পড়েন’ এই লক্ষ্য মাত্রা’কে সামনে রেখে এদিনের এই কর্মসূচিটির আয়োজন করা হয়। তিনি আরো জানান খোয়াই জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় একাধিক এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত করা হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে।।