তেলিয়ামুড়া ডেস্ক
পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতী সিং দেববর্মার সমর্থনে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয় এক সুবিশাল রোড শো। এদিনের এই রোড শোতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্জী, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। এদিনের এই রোড শো’টি তেলিয়ামুড়া শহরের রাজপথ পরিক্রমা করে বিপুল সংখ্যক বিজেপি কার্যকর্তাদের নিয়ে।।