Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যরাণীরপুকুর ও ডিমসাগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাণীরপুকুর ও ডিমসাগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

জলাশয়গুলির সংস্কার করে নগর সৌন্দর্যায়নে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে : মুখ্যমন্ত্রী জলাশয়গুলির সংস্কার ও অত্যাধুনিকীকরণের মধ্য দিয়ে নগর সৌন্দর্যায়নে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে । সরকার মানেই জনগণ- এই ভাবনা থেকে এই পরিকাঠামোগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে । আজ আগরতলা স্মার্ট সিটি মিশনের অন্তর্গত রাণীরপুকুর ও ডিমসাগরের ( দ্বিতীয় অংশ ) উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ এই দুটি জলাশয় উন্নয়ন প্রকল্পের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিকগুলি পরিদর্শন করেন । রাণীরপুকুর ও ডিমসাগরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন , আগরতলা পুরনিগম এলাকার ৩৫ টি জলাশয়কে চিহ্নিত করে আগরতলা শহরের সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে । এই দুটি জলাশয়কে কেন্দ্র করে প্রাত : ভ্রমণ সহ এখানে বসে সময় অতিবাহিত করার ব্যবস্থা রয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , সুস্থ দেহ ও মননের ক্ষেত্রে হাঁটা বা শরীর চর্চার গুরুত্ব অপরিসীম । এই জলাশয়গুলিতে বোটিং সহ আরও অত্যাধুনিক পরিকাঠামো সংযোজনের মাধ্যমে কি করে রোজগারের সুযোগ সৃষ্টি করা যায় সে বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে । তবে এই পরিকাঠামো উন্নয়নকে স্থায়িত্ব প্রদানে স্থানীয় মানুষদের সজাগ দৃষ্টি রাখতে হবে । মুখ্যমন্ত্রী এ সমস্ত জায়গায় অসামাজিক কার্যকলাপ যেন কোনওভাবেই সংগঠিত হতে না পারে সেদিকে নজর রাখার জন্য আহ্বান জানান । মুখ্যমন্ত্রী বলেন , বর্তমানে রাজ্যব্যাপী উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি জনগণের সহযোগিতামূলক মানসিকতার ফলশ্রুতিতে বিকাশমূলক কর্মকান্ডে গতি এসেছে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন , রাজ্যে নগর সৌন্দর্যায়ন ও অত্যাধুনিকীকরণে বিভিন্ন পরিকল্পনা রূপায়িত হচ্ছে । শহরের বিভিন্ন স্থানে পানীয়জলের ব্যবস্থা , পাবলিক টয়লেট , কমিউনিটি টয়লেট সহ স্বচ্ছতামূলক ক্ষেত্রেও অগ্রগতি ঘটেছে । মুখ্যমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলশ্রুতিতে আগরতলাকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে । এয়ারপোর্ট থেকে সড়ক প্রশস্তকরণের কার্যধারা আগরতলার উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ দাস বলেন , রাজ্যব্যাপী উন্নয়নমূলক কর্মযজ্ঞের সুফল বড়জলা বিধানসভা অঞ্চলেও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের সিইও শৈলেশ কুমার যাদব বলেন , বিভিন্ন জলাশয়গুলির সংস্কার , সৌন্দর্যায়ন , পার্ক সংস্কার , স্বচ্ছতা , সবুজায়ন সহ আগরতলা শহরের নাগরিক পরিষেবার উন্নয়নে দ্রুততার সঙ্গে কাজ চলছে । অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার , মেয়র – ইন – কাউন্সিল জগদীশ দাস , কাউন্সিলার সুপর্ণা দেবনাথ , কাউন্সিলার ভাস্বতী দেববর্মা , নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য