তেলিয়ামুড়া-খবরে প্রকাশ, রবিবার আর.পি.এফ-এর তরফ থেকে দাবী করা হয়েছে, যখন রেলস্টেশন চত্বরে নিয়মমাফিক তল্লাশি চলছিল তখন হঠাৎ করে দেখা যায় একটা ব্যাগ পড়ে রয়েছে। তখন আর.পি.এফ-এর তরফ থেকে ব্যাগের মালিক খোঁজার পরে যখন কাউকে পাওয়া যায়নি। তখন ব্যাগটাতে তল্লাশি চালিয়ে দেখা যায় ২টি প্যাকেটে করে মোট ছয়(৬) কেজি গাঁজা রয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য রেলস্টেশন চত্বরে ব্যাপক কৌতূহল তৈরি হয়। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আর.পি.এফ-এর বক্তব্য হচ্ছে রুটিন চেকআপ চলছে এরপরেও আগামী দিনে এ বিষয়ে আরো তীক্ষ্ণ নজরদারি করা হবে।