আগামী ১৪ই মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কৃষকদের অপূরণীয় দাবির সমর্থনে সংযুক্ত কিষান মোর্চার মহা পন্চায়েত কর্মসূচি। তারই সমর্থনে সোমবার রাজ্যে সংযুক্ত কিষান মোর্চার সমর্থনে পালিত হল ৩ ঘন্টার গণবস্থান কর্মসূচি। এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে সংগঠনের নেতৃত্ব পবিত্র কর সংবাদ মাধ্যমকে জানান কৃষকদের যে অপূরণীয় দাবি যার জন্যে বিগত ৩ বছর ধরে সংযুক্ত কিষান মোর্চা আন্দোলন চালিয়ে আসছে যেমন কৃষকদের ফসল উৎপাদনে যে খরচ হয় তা ফসল কেনার সহায়ক মূল্যের সাথে প্রদান করা , এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কৃষকদের দাবি দাওয়ায় যে মন্ত্রী স্বাক্ষর করেছিলেন তার দ্বারা ৪ জন কৃষক এবং একজন সাংবাদিক হত্যা হয়েছে , সরকার পুনরায় তাকেই প্রার্থী করেছে , সুতরাং বলা চলে এই সরকার কৃষক বিরোধী তাই কৃষকদের স্বার্থ আদায়ের লক্ষে সংযুক্ত কিষান মোর্চার এই মহা পঞ্চায়েত কর্মসূচি বলে জানান। তাছাড়া আগামী ১৪ই মার্চ দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েতে পাঞ্জাব , হরিয়ানা , উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের কৃষকরা অংশগ্রহণ করছে বলেও জানিয়েছেন তিনি।