ছিনতাই কাণ্ডে আবারো পুলিশের জালে আটক তিন ছিনতাই বাজ। অভিযোগ রাজধানীর কুঞ্জবন স্থিত এক রেশন শপের দোকান থেকে কিছু গ্যাস সিলিন্ডার এবং নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে বলে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছিল এনসিসি থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে বেরিয়ে কয়েকজনকে আটক করে এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ, পরে তাদের স্বীকারোক্তিতে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড সহ আরো তিনজনকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। বুধবার সংবাদমাধ্যমকে এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান অভিযুক্তরা তাদের উপর লাগা অভিযোগ স্বীকার করে নিয়েছে এবং উদ্ধার করা হয়েছে গ্যাস সিলিন্ডার ও আর দুই লক্ষ টাকার নগদ এরা নিজেদের মধ্যে বন্টন করে বিভিন্ন জায়গায় খরচ করে দিয়েছে বলে জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় যেভাবে চুরি এবং ছিনতাই বাজের ঘটনা ঘটে চলেছে তাতে এক প্রকার বিরক্তি প্রকাশ সাধারণ জনগণের, তেমনি পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ অনেকে। তবে বলা চলে এনসিসি থানার এই সাফল্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেবে রাজধানী বাসী।