খোয়াই প্রতিনিধি ৬ই জানুয়ারি….একের পর এক বাইক দুর্ঘটনা যেন খোয়াই শহরকে কোনভাবে ছেড়েই কথা বলছে না।তেমনি ভাবে আবার ও খোয়াইতে ভয়াবহ যান দুর্ঘটনার শিকার এক ব্যক্তি।ঘটনার বিবরণ জানা যায় শনিবার সন্ধ্যা আনুমানিক ৫ টা নাগাদ খোয়াই রামচন্দ্রঘাট বাজারে একটি টি আর ০১ এ আর ১৫৫৪ বোলেরো পিক আপ গাড়ির সাথে একটি টি আর ০১ এ এইচ ৯২৭৩ নাম্বারের বাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে এক বাইক চালক গুরুতর আহত হয় শনিবার সন্ধ্যা প্রায় ৫ টা নাগাদ রাজু নন্দী ৪৫ পিতা পরিমল নন্দী। রামচন্দ্র ঘাট বাজার থেকে রাজু নন্দী বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে যাচ্ছিলেন তখন সময় তেলিয়ামুড়া থেকে আগত একটি টিআর ০১ এআর ১৫৫৪ বলেরো পিকআপ গাড়ি খোয়াই এর দিকে যাচ্ছিল। রামচন্দ্র ঘাট বাজার মধ্যেই আসতেই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালকের। তৎক্ষণাৎ বাইক থেকে চালক রাজু নন্দী বাইক থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথার বিভিন্ন অংশে প্রচন্ড আঘাত পান। বাজারে লোকজন এই ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে রাজু নন্দীকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। রাজু নন্দীর অবস্থা খুবই আশঙ্কা জনক হওয়ায় কারণে সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য রাজু নন্দীকে আগরতলা জিবি হাসপাতলে পাঠিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়ে রয়েছে। অন্যদিকে এলাকাবাসী গাড়ির চালককে আটক করে রাখেন। অবশেষে খোয়াই থানার খবর দিলে পুলিশ এসে চালককে গ্রেফতার করে থানাতে নিয়ে যায়।