খোয়াই প্রতিনিধি ৫ই জানুয়ারি…..শুক্রবার সকালে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল ৫০ বছরের এক শ্রমিকের। ঘটনা খোয়াই ধলাবিল পালপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানা ধীন মাই গঙ্গার এলাকার বাসিন্দা সুকুমার মালাকার ৫০ গাছ কাটার জন্য শুক্রবার সকালে খোয়াইতে আসেন সাড়ে দশটা নাগাদ। সুকুমার মালাকার সহ অন্যান্য শ্রমিকদের সাথে এদিন সকালে খোয়াই ধলাবিল এলাকায় একটি গাছের এক দিক কেটে অন্য দিক কাটার মুহূর্তেই গাছটি মধ্যাখান দিয়ে ফেটে যাবার কারণে গাছটি ভেঙ্গে উনার উপর পড়ে যায় এবং ঘটনাস্থলে উনার মৃত্যু হয়। এই ঘটনা দেখতে পেয়ে অন্যান্য শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে এবং উনাকে তড়িঘড়ি নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। এবং খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ওই শ্রমিকের তেলিয়ামুড়া মাই গঙ্গা স্থিত বাড়ি থেকে স্ত্রী সহ অন্যান্য আত্মীয় পরিজনের । স্ত্রী সহ পরিবারের লোকেদের কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতাল চত্বরের আকাশ বাতাস। এই মর্মান্তিক ঘটনায় সুখের ছায়া নেমে আসে অন্যান্য শ্রমিকদের মধ্যেও।শেষে ময়নাতদন্তের পর সুকুমার মালাকারের মৃতদেহ উনার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।এ বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নেয়।