উদয়পুর মহকুমাধীন কিল্লার রাইয়া বাড়িতে ১৭টি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণের ঘটনার প্রভাব পড়ল রাজধানীতে। সংশ্লিষ্ট সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা প্রদান এবং আক্রমণকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ।৮টি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে।গত ২২ ডিসেম্বর দুপুরে উদয়পুর মহকুমাধীন কিল্লার রাইয়াবাড়ি এলাকায় বসবাসকারী 17 টি সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে দুষ্কৃতিকারীরা আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। আরো অভিযোগ, দুষ্কৃতীরা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে ।কিল্লার রাইয়াবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে দশ দিন বাদেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে রাজনীতিও শুরু হয়ে গেছে।এরই মধ্যে রাজধানীতেও রাইয়াবাড়ির ঘটনার রেশ পড়তে শুরু করেছে ।রাইয়া বাড়ির সংখ্যালঘু পরিবার গুলি কে নিরাপত্তা ব্যবস্থা প্রদান এবং আক্রমণের ঘটনায় জড়িত অভিযুক্তদের ব্যবস্হা গ্রহনের দাবিতে মঙ্গলবার ৮টি সামাজিক সংগঠন রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে ।৮টি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এদিন প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন প্রদান করা হয় ।এই ডেপুটেশন প্রদান কর্মসূচির এক প্রতিনিধি জানান, রাইয়াবাড়ির ঘটনা অত্যন্ত নিন্দা জনক এবং অসাংবিধানিক। উগ্র হিন্দুত্ববাদী কিছু বহিরাগত দুষ্কৃতি এই ঘটনার পেছনে জড়িত ।সংশ্লিষ্ট সংখ্যালঘু পরিবার গুলিকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা এবং ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবিতে তারা রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট এই ডেপুটেশন প্রদান করছেন বলে জানান তিনি।প্রসঙ্গত উল্লেখ্য যে, রাইয়াবাড়ির ঘটনা নিয়ে গত 27 ডিসেম্বর গোমতী জেলার জেলা শাসকের নিকট যৌথভাবে ডেপুটেশন প্রদান করে কংগ্রেস ,সিপিআইএম, সিপিআইএমএল এবং আর এসপি দলের প্রতিনিধিরা। ডেপুটেশনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা শাসকের নিকট দাবি জানিয়েছিলেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এবার রাইয়া বাড়ির ঘটনা নিয়ে রাজধানীতে পুলিশ মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হলো।