Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যপ্লাস্টিক থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে - মেয়র

প্লাস্টিক থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে – মেয়র

বর্জ্য থেকে সম্পদ সৃষ্টি সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হলো রাজধানীর স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যবস্থাপনায় হয় এই সেমিনার সেমিনারে সাতটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগদান করে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা ।সেমিনারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞরা ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেন।এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে প্লাস্টিকের অপব্যবহার হচ্ছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং যত্রতত্র প্লাস্টিক ফেলা হচ্ছে। সেই কারণে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মেয়র বলেন, প্লাস্টিক থেকে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ধ্বংস করা অত্যন্ত কষ্টকর। সে ক্ষেত্রে এগুলোকে বিশেষ উপায়ে ব্যবহারযোগ্য করে তোলার বিষয় নিয়েই আজকের এই সেমিনার। প্রাত্যহিক জীবনের এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে সেমিনার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র ।সেমিনারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরাও বক্তব্যের মাধ্যমে পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য