২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের উদ্যোগে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো মন্ডল স্বশক্তিকরন অভিযান। এই অভিযানকে সামনে রেখে বৃহস্পতিবার ৬ আগরতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক সুবিশাল বাইক রেলির আয়োজন করা হয়, রেলিটি বিটি ট্রেনিং গ্রাউন্ড থেকে শুরু করে ৬ আগরতলা মন্ডলের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী আসনে বসানোর ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সদর যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা জানান ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে সাংগঠনিক কর্মসূচি পালন করা হচ্ছে যার মধ্যে অন্যতম হলো যুব মোর্চার মন্ডল স্বশক্তিকরন অভিযান, যুব মোর্চার উদ্যোগে ৬০টি বিধানসভা কেন্দ্রেই এই মন্ডল স্বশক্তিকরন অভিযানের অঙ্গ হিসেবে বাইক মিছিল অনুষ্ঠিত করবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।