খোয়াই প্রতিনিধি ৪ঠা ডিসেম্বর……. ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ওনার কার্যকাল সময়ে দেশবাসির জন্য যে ধরনের প্রকল্প এবং কাজ করেছেন সেই গুলি জনগণের সামনে তুলে ধরতে বিকসিত ভারত সংকল্প যাত্রার রথ দেশের প্রত্যেকটি রাজ্য প্রেরণ করেছেন।তারই অংশ হিসেবে শনিবার দুপুরে খোয়াই জেলার মধ্যে এই প্রথম বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ খোয়াই পুর পরিষদে এসে উপস্থিত হয় এবং খোয়াই পুর পরিষদের উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই রথ বা গাড়িটিকে বরণ করে নেওয়া হয়।এবং এই দিন কবিগুরু পার্ক স্থিত খোয়াই পুর পরিষদের উদ্যোগে অফিস প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিসদের চেয়ারম্যান তথা অনুষ্ঠানের উদ্বোধক দেবাশীষ নাথ শর্মা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক কেশব কর ডেপুটি কালেক্টর হেমন্ত ধর সহ পুর পরিসদের অন্যান্য কাউন্সিলরা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলার শ্রীমতি ঊষা সিনহা।অনুষ্ঠানের শুরুতে সেখানে উপস্থিত সবাই মিলে সংকল্প পাঠ করেন এবং খোয়াই কালচারাল ছেলের উদ্যোগে একটি নৃত্য পরিবেশন করা হয়।শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা প্রধানমন্ত্রী উদ্যোগে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল অর্থ তুলে ধরতে গিয়ে বলেন বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী কার্যকালের জন্য কি ধরনের পরিকল্পনা ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ জনগণের জন্য যে ধরনের সুযোগ সুবিধা আর্থিক সহায়তা থেকে শুরু করে দেশের কৃষকদের জন্য কিষান ক্রেডিট কার্ড ওদের জন্য ভাতা ইত্যাদি চালু করেছেন সেগুলির ব্যাখ্যা করেন।পাশাপাশি এও বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য দেশের প্রত্যেকটি মানুষের কাছে এক কথায় একশ জনের মধ্যে ১০০ জনকে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা গুলি পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মূল লক্ষ্য। তাইতো তিনি বলেছেন দেশের যুবসমাজ ,গরিব,দেশের মা বোনেরা এবং কৃষকদের কে যদি সমৃদ্ধি শালী করা যায় তাহলে আগামী দিন ভারতবর্ষ আরো উন্নতির শিখরে পৌঁছে যাবে সারা বিশ্বের মধ্যে তাই তিনি ওনার কাজের প্রত্যেকটি প্রকল্পগুলি খুঁটিয়ে খুটিয়ে তদারকি করেন যাতে দেশের প্রত্যেকটি রাজ্যের কোনায় কোনায় সেই প্রকল্পগুলি পৌঁছে যায় এবং জনগণ তার লাভ নিতে পারে এরপর অনুষ্ঠানে সংকল্প রথের গাড়িতে লাগানো টিভি স্ক্রিনের মাধ্যমে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর বার্তা সবাই মিলে শুনেন এবং শেষে সংকল্পযাত্রা রথ বা গাড়িটিকে চালনা করেদেন খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে কেন্দ্র সরকারের প্রকল্পগুলি প্রচারের জন্য।