খোয়াই প্রতিনিধি ২শে নভেম্বর….. এক মদ মত্ত পিতার তীরের আঘাতে একই পরিবারের স্ত্রী পুত্র ভাইপো সহ তিন জন গুরুতর আহত হয় বৃহস্পতিবার রাতে।ঘটনার বিবরণে জানা যায় খোয়াই থানা দিন ধলা বিল সরকার পাড়ার বাসিন্দা রঞ্জিত তাঁতি ৫০ সন্ধ্যার পর থেকে প্রচন্ড মদ্যপান করে রাত ৯ টা নাগাদ বাড়িতে এসে স্ত্রী ও পুত্রের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেয় তাদের ছেলে পিতা রঞ্জিত তাঁতির বিরুদ্ধে দাঁড়ায় পাশাপাশি ভাইপোও রুখে দাঁড়ালে মদ মত্ত অবস্থায় রঞ্জিত তাঁতি নিজের একটি ঘর থেকে তীর ধনুক নিয়ে এসে প্রথমে রঞ্জিত তাঁতির ভাইপো প্রতাপ তাঁতি ১৯ তার বুকে তীর মারে এরপর রঞ্জিত তাতির ছেলে সঞ্জীত তাঁতি ২৫ তাকেও তীর মারে সেই তীর তার হাতে বিধে যায় শেষে স্ত্রী রেনু তাঁতি এগিয়ে আসলে তাকেও তার বুকে তীর মারে এতে করে সবাই মিলে চিৎকার-চেঁচামেচি করতে থাকলে আশেপাশের লোকজন ছুটে আসলে মদ মত্ত রঞ্জিত তাঁতি তাদেরকেও তীর মারতে থাকে যদিও সেই তীর কারোর গায়ে লাগেনি সবাই লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায়।এই ঘটনার পর রঞ্জিত তাঁতি আরো বেশ কিছু তির নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর এলাকাবাসী গুরুতর আহত তিনজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে খবর লেখা পর্যন্ত আহত তিনজনকে খোয়াই জেলা হাসপাতালের অপারেশন রুম অপারেশন চলছে।এলাকাবাসীর বক্তব্য মদ মত্ত রঞ্জিত তাঁতি যে পরিমাণ তীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাতে করে তার হাতে এই রাতে আরো অনেক লোক আহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও সে বর্তমানে পালাতক।