সমাজে বর্তমানে পরকীয়ায় আসক্ত হয়ে বহু গৃহবধূ কিংবা পুরুষ নিজেদের সংসার নষ্ট করছে , শুধু তাই নয় এর ফলে নষ্ট হচ্ছে দুটি পরিবারের সম্পর্কও। নেশা যেমন দেশের কিংবা রাজ্যের ভবিষ্যৎ যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে পরকীয়া নামক এই ন্যাকারজনক সম্পর্ক ও মানুষের জীবন ধ্বংস করছে। যার ফলে যেমন একটি মেয়ের জীবন নষ্ট হয় একইভাবে একটি ছেলের ও জীবন নষ্ট হয়। এমনই একটি ঘটনা সামনে এলো বৃহস্পতিবার জানা যায় পরস্ত্রী কাতরতায় মৃত্যু হল এক যুবকের , জিরানিয়া বেলাবাড়ী এলাকার রিনা দেববর্মা নামক এলাকারই এক বিবাহ বিচ্ছেদ গৃহবধুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল দিপুর। তাছাড়া বৃহস্পতিবার সকালে অবৈধ প্রেমিকা গৃহবধূর বাড়ি থেকে উদ্ধার করা হয় দিপু দেববর্মার মৃতদেহ, মৃত যুবকের বয়স ৪২ বছর।মৃতের বর্তমানে ঘরের স্ত্রী সন্তান রয়েছে। পরিবারের লোকের অভিযোগ ওই অভিযুক্ত গৃহবধূই তাকে হত্যা করেছে বলে।