ম্যাচ আলাদা। মাঠ আলাদা। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দাপট অব্যহত। রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের ছন্দে দেখা গেল ভারতীয় বোলারদের। শ্রীলঙ্কার টপ অর্ডারকে জোরাল ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ, আবেশ খানরা। তবু, রবিবার, নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিলেন অধিনায়ক দাসুন শনাকা। ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন তিনি। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে তুলল ১৪৬/৫।শনিবার, আগের ম্যাচে বাউন্সারে মাথায় চোট পাওয়া ঈশান কিষাণকে রবিবার খেলায়নি ভারত। সেই সঙ্গে বিশ্রাম দেওয়া হয় যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারকে। তাঁদের বদলে সুযোগ পান রবি বিষ্ণোই, আবেশ খান, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।শুরুতেই শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়ে দেন আবেশ ও সিরাজ। একটা সময় ১২.১ ওভারে ৬০/৫ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন শনাকা। মাত্র ৩৮ বলে ৭৪ করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও জোড়া ছক্কা। ভারতীয় বোলারদের মধ্যে দুই উইকেট আবেশের। একটি করে উইকেট সিরাজ, হর্ষল ও রবির।সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে । লখনউয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ও ধর্মশালায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত দুরমুশ করেছে ভারত। রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষার । সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা ।কী সেই রেকর্ড ? মুম্বইয়ের তারকাই বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেলেন। রবিবারের ম্যাচ রোহিতের কেরিয়ারে ১২৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ । তিনি ভেঙে দিলেন শোয়েব মালিকের রেকর্ড । পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন সানিয়া মির্জার স্বামী। তাঁর পিছনে রয়েছে পাকিস্তানেরই মহম্মদ হাফিজ। প্রোফেসর নামে ক্রিকেটবিশ্বে জনপ্রিয় পাক তারকা ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্য়ান্ডের অইন মর্গ্যান ১১৫টি ও বাংলাদেশের মাহমাদুল্লাহ ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।