Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যসূর্যমনি নগরের বিদ্যুৎ সাবস্টেশন পরিদর্শনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ

সূর্যমনি নগরের বিদ্যুৎ সাবস্টেশন পরিদর্শনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ

বুধবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সূর্য মনি নগরের ১৩২ কেবি বিদ্যুৎ সাব স্টেশন পরিদর্শনে যান মন্ত্রী ছাড়াও একদিন উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, সি এম ডি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান, সূর্যমনিনগরের সাব স্টেশনের সঙ্গে যুক্ত হবে পালাটানা, মনারচক, রুখিয়া, বড়মুড়া ও আর সি নগর নিপকো। পাশাপাশি বাংলাদেশের লাইনও এখানে যুক্ত হবে বলে জানান মন্ত্রী। তাছাড়া এদিন তিনি আরো জানান ৪০০ কেভি সাব স্টেশন হওয়ার পরে রাজ্যে এটি বিদ্যুৎ হাব হিসেবে স্বীকৃতি পাবে এবং ৪০০ কেভি সাব স্টেশন করা গেলে আগামী ১৫-২০ বছরের মধ্যে বিদ্যুতের কোন বড় ধরণের সমস্যা হবে না। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ২০ লাখ টাকা। বলা চলে ২০৩০-৩১ সালে রাজ্যে বিদ্যুতের চাহিদা থাকবে ৭০৩ মেগাওয়াট। তাই আগে থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রস্তুতি রাখতে হবে, এজন্য ৪০০ কেভি সাব স্টেশন করার চিন্তা ভাবনা সূর্যমনিনগরের ১৩২ কেভি সাবস্টেশনকে। এই প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে মিলেছে অনুমোদন বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য