Monday, December 30, 2024
বাড়িখবররাজ্যসারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী...

সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস

দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৩১ অক্টোবর দিনটিতেই তার দেহ রক্ষির গুলিতে প্রয়াত হয়েছিলেন। এরপর থেকেই প্রতিবছর গোটা দেশ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস টি উদযাপন করে আসছে কংগ্রেস দল। এবারও তার ব্যতিক্রম নয়। ইন্দিরাজীর ৩৯ তম প্রয়াণ দিবসটিকে এবছর কংগ্রেস দল বলিদান দিবস হিসাবে উদযাপন করে। সারাদেশের সাথে রাজ্যেও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করে কংগ্রেস। রাজ্যের সর্বত্রই মঙ্গলবার ইন্দিরাজীর প্রয়াণ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে কংগ্রেস নেতৃত্ব। তবে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সকালে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়া বিভিন্ন গণসংগঠনের পতাকা উত্তোলন করলেন রাজ্য নেতৃত্ব। পতাকা উত্তোলনের পর ইন্দিরাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উপস্থিত নেতৃত্ব গান্ধী ঘাটে গিয়েও পুষ্পার্ঘ অর্পণ করলেন। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, দেশের সংহতি ও ঐক্যের জন্য ইন্দিরাজি এদিন নিজেকে আত্ম বলিদান দিয়েছেন। সেই কালো দিনটি দেশবাসীর মন থেকে মুছে ফেলতে পারেনি আজও। এই বলিদান দেশের সমগ্র জাতি গোষ্ঠীর মানুষকে দেশপ্রেমে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। দেশের সংহতি ও ঐক্যকে আরো মজবুত করে তোলার জন্য কাজ করে চলেছে কংগ্রেস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য