Friday, August 8, 2025
বাড়িখবরদেশ-বিদেশজলপাইগুড়িতে ভোট লুঠের অভিযোগ, রাস্তা অবরোধ করেন বিজেপি ও কংগ্রেস প্রার্থী

জলপাইগুড়িতে ভোট লুঠের অভিযোগ, রাস্তা অবরোধ করেন বিজেপি ও কংগ্রেস প্রার্থী

জলপাইগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রিজিওনাল ট্রেনিং সেন্টারে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা বিজেপি ও কংগ্রেস প্রার্থীর। ২ জনকে বুথ থেকে বের করে দেওয়া হয়। ভোট লুঠের অভিযোগে বুথের বাইরে রাস্তা অবরোধ করেন বিজেপি ও কংগ্রেস প্রার্থী। পরে পুলিশ গিয়ে তাঁদের তুলে দেয়।এই মুহূর্তে বুথের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে অভিযোগ ওঠে বুথ দখল করা হচ্ছে। অভিযোগ, এরপরই কয়েকশো ছেলে ভেতরে ঢুকে বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দেয়। এমনকী কংগ্রেস প্রার্থীর গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ। কংগ্রেস প্রার্থীর অভিযোগ “বুথ দখল হয়েছিল। হঠাৎ দেখলাম কিছু বহিরাগত, ঢুকে গেল। রীতিমতো জোর করে ঢুকে যায়।‘’ বাধা দিলে কংগ্রেস প্রার্খীর হাতে মারা হয় বলে অভিযোগ। প্রিসাইডিং অফিসারও বুথ দখলের অভিযোগ স্বীকার করে নিয়েছেন।রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় আজ ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট  শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। এদিকে ভোটকেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ। জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাইস্কুলের বুথ থেকে কংগ্রেস প্রার্থী নারায়ণচন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ। বিরোধীদের পাল্টা অভিযোগ, বুথের বাইরে বহিরাগতদের ভিড়। ওই এলাকাতেই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতা ধরম পাসোয়ান। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য