তেলিয়ামুড়া প্রতিনিধি :-
লক্ষী পূজার রাতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানা এলাকার এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়। যদিও গণধর্ষণ কাণ্ডের অভিযোগ লিপিবদ্ধ হওয়ার প্রায় সাথে সাথেই পুলিশ তৎপরতার সাথে সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত তিন অভিযুক্তকেই নিজেদের হেফাজতে নিয়ে নিতে সক্ষম হয়। এবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করলেন বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আজ সংগঠনের এক প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরার সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এদিকে সংশ্লিষ্ট বিষয়ের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংগঠনের পক্ষে গায়ত্রী দত্ত যেভাবে লক্ষ্মী পূজার রাতে বন্ধু-বান্ধবের সাথে লক্ষ্মী পূজার প্রসাদ খেতে গিয়ে জনজাতি নাবালিকা কন্যা গণধর্ষণের শিকার হয়েছেন সেই ঘটনাটার তীব্র ভাষায় নিন্দা জানান। পাশাপাশি তিনি যেভাবে খোয়াই জেলা সহ রাজ্যের মধ্যে বিভিন্ন অংশের নারী নির্যাতন ধর্ষণ বা শ্লীলতা হানীর ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে উষ্মা প্রকাশ করার পাশাপাশি পুলিশ প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ দাবি করেন।।