পাঁচটি মামলায় অভিযুক্ত সৈকত তলাপাত্রকে শুক্রবার আদালতে তোলা হয়। এদিন সরকার পক্ষের তরফে নিজুক্ত আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান মহারাজা প্রদ্যুত কিশোর দেব বর্মণ যে মামলা করেছেন সে মামলায় আদালতে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। পশ্চিম আগরতলার স্পেশাল জজ শুভাশিস শর্মা রায় এ ক্ষেত্রে ছয়দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। আর বাকি চারটি মামলায় জেল হেফাজতে পাঠানো হয়। আগামী ২রা নভেম্বর অভিযুক্তকে ফের আদালতে তোলা হবে। সরকার পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক এদিন আরও জানান মহারাজা যে মামলা দায়ের করেছেন সেখানে অন্যান্য আই পি সি ধারার সঙ্গে সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব এস্ট্রোসিটিজ অ্যাক্টও রয়েছে।