Wednesday, October 15, 2025
বাড়িখবরখেলাসব উদ্বেগ উড়িয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত

সব উদ্বেগ উড়িয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত

শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৮৩ রান তোলার পর মনে হয়েছিল, এই ম্যাচে সমস্যায় পড়তে পারে ভারতীয় ব্যাটিং । পাহাড়ঘেরা ধর্মশালায় প্রবল ঠাণ্ডা। সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বৃষ্টির ভ্রুকুটি। মনে করা হয়েছিল, রোহিত শর্মাদের সামনে হয়তো কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে।কিন্তু সব উদ্বেগ উড়িয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। রীতিমতো দাপট দেখিয়ে। ১৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। কাল, রবিবার সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান শ্রেয়স আইয়ারের। যিনি টেস্ট অভিষেকে নজর কেড়েও প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। কলকাতা নাইট রাইডার্স তাঁকে আইপিএলে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। কিন্তু জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগই পাচ্ছিলেন না। শনিবার যেন সব অপ্রাপ্তি কড়ায় গণ্ডায় পুষিয়ে নিলেন মুম্বইয়ের ব্যাটার। ৪৪ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।শ্রেয়সকে যোগ্য সঙ্গত করলেন সঞ্জু স্যামসন ২৫ বলে ৩৯ রান ও রবীন্দ্র জাডেজা ১৮ বলে ৪৫ অপরাজিত। শ্রীলঙ্কার বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনলেন ভারতের ব্যাটাররা। যার প্রতিফলন স্কোরকার্ডে।ধর্মশালায় ভারতের সামনে বড় লক্ষ্য সাজিয়ে দিয়েছিলেন দাসুন শনাকারা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৮৩/৫। ওপেনার পাথুম নিসাঙ্কা ৫৩ বলে ১১টি চার মেরে ৭৫ রান করেন। অধিনায়ক শনাকা মাত্র ১৯ বলে করেন ৪৭ রান। দুই ওপেনার মিলে ৮.৪ ওভরে ৬৭ রান তুলে দেন। এরপর রবীন্দ্র জাডেজার বলে দানুষ্কা গুণতিলকা ৩৮ ফিরে যান। পরপর কয়েকটি উইকেট হারালেও শেষ দিকে জ্বলে ওঠেন শনাকা। ২টি চার ও ৫টি ছক্কা মারেন শ্রীলঙ্কা অধিনায়ক।যদিও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার ব্যাটিং ঝড়ের সামনে সবই ম্লান হয়ে গেল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য