দশমীর তিথিতে পুজো শেষ হওয়া মানেই উমার এবার স্বামীর ঘরে যাওয়ার পালা। ফের একটা গোটা বছরের অপেক্ষায়। পুজো শেষে এখন সকলেরই চোখ পরের বছরের ক্যালেন্ডারের উপর। বিজয়া দশমীর সকাল থেকেই মুখ ভার সকলের। পুজো শেষ মানেই আনন্দও শেষ। তবে ঘরের মেয়েকে বিদায় জানাতে মন খারাপ ও চোখের জলে নয়, হাসিমুখে সিঁদুর খেলা হয়। সিঁদুর খেলার আক্ষরিক অর্থ হলো সিঁদুর নিয়ে খেলা। বাঙালি হিন্দু মহিলারা বিজয়া দশমীর দিন, দুর্গাকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলেন। এই প্রথাটি একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে করা হয়। বিশ্বাস করা হয় এর মধ্যে দিয়ে সৌভাগ্য ও স্বামীদের দীর্ঘায়ু বয়ে আনা হবে। তাই এই দিনে মহিলারা উমাকে বরণ করার সময় সিঁদুর নিবেদন করেন। সেই সঙ্গে একে অপরকে সিঁদুর মাখিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা আজও সমান ভাবে প্রচলিত। বিশুদ্ধ পঞ্জিকা মতে মঙ্গলবার বিজয়া দশমী তিথি। এদিন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি থেকে কৈলাসে স্বামী দেবাদিদেব মহাদেবের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাই প্রত্যেকেরই মন ভারাক্রান্ত। আর এই ভারাক্রান্ত মন নিয়েই প্রতিটি মণ্ডপে মন্ডপে বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর খেলা নাচে গানে মেতে উঠলেন মহিলারা। সবার একটাই কথা মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে, আসছে বছর আবার হবে। আর এই প্রত্যাশাকে নিয়েই সিঁদুর খেলার মধ্য দিয়ে মহিলারা বিদায় জানালেন দেবী দুর্গাকে।