শারদ উৎসবকে সামনে রেখে পশ্চিম জেলার খাদ্য ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন জেলাশাসক ডঃ বিশাল কুমার। বৈঠকে জেলার খাদ্য ব্যবসায়ীদের ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অটোরিটি অফ ইন্ডিয়া বা ভাষায় গাইডলাইন সম্পর্কে অবগত করেন জেলাশাসক। বৈঠকে জেলার ৪২ টি বাজারের খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত মোট ৪২টি বাজারের খাদ্য ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় এই বৈঠক। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া তথা ফাসাই এর গাইডলাইন সম্পর্কে সচেতন করা হয় বৈঠকে। পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আয়োজিত এই বৈঠকটি হয় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তার কার্য্যালয়ে। সভায় পৌরহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা: বিশাল কুমার। এদিনের এই বৈঠক প্রসঙ্গে জেলাশাসক জানান, খাদ্য ব্যবসায়ীদের কোন সমস্যা রয়েছে কিনা তা শোনা হয়েছে। পাশাপাশি ফাসাই এর গাইডলাইন সম্পর্কে ব্যবসায়ীদের অবগত করা হয়েছে।জানা গেছে পুজোর দিনগুলিতে বাজার গুলিতে খাদ্যের দোকানগুলিতে অভিযান চালাবে ফাসাই। অভিযান কালে দোকানগুলিতে খাদ্যের গুণমান যাচাই করা হবে।