গোমতী জেলার আওতাধীন কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি আমতলী চানপুর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মোট ৩১ জন মা ও শিশু উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা শিশুদের সঠিক সময়ে টিকাকরণ করানো , গর্ভবতী মায়েদের যত্ন , গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা রোধে নিয়মিত আয়রন টেবলেট সেবন , বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় , ম্যালেরিয়া , ডায়ারিয়া , যক্ষ্মারোগ প্রতিরোধ , করোনা সংক্রমণ প্রতিরোধ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন । পরিশেষে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।