Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্য৪ র্থ মনমোহন দাস স্মৃতি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন শরীর সুস্থ রাখতে খেলাধুলার...

৪ র্থ মনমোহন দাস স্মৃতি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন শরীর সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে :

মুখ্যমন্ত্রী রাজ্যে ফুটবল , ক্রিকেট , কাবাডি , খো খো খেলার মত ভলিবলও জনপ্রিয় একটি খেলা । ত্রিপুরার গ্রামে গ্রামে এই খেলাটির প্রচলন রয়েছে । আজ মোহনপুর মহকুমার কামালঘাট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ র্থ মনমোহন দাস স্মৃতি ওপেন প্রাইজমানি ( পুরুষ ) নক আউট ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । তিনি বলেন , মনমোহন দাস একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন । তিনি মৎস্যজীবি ছিলেন ও মৎস্যজীবিদের নিয়ে তৎকালীন সময়ে ফুটবল টিম গঠন করেছিলেন । উনার এই পথ চলা থেকেই আজ এখানে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে । শরীর সুস্থ রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা রয়েছে । খেলার মাঠ যুব সম্প্রদায়কে ড্রাগসের নেশা থেকে দূরে রাখতে সাহায্য করে । তিনি বলেন , এই এলাকার উন্নয়নে সরকার আন্তরিক । বামুটিয়া অঞ্চলে বড়মাত্রাই কৃষক রয়েছেন । তাদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে । এই এলাকার বিধায়কও এই অঞ্চলের বিকাশে আন্তরিক প্রয়াস নিয়েছেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরার জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব । উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাধিপতি প্রফেসর মানিক সাহা , ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য , ইকফাই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার প্রফেসর ডা . বিপ্লব হালদার প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন মনমোহন দাস স্মৃতি ওপেন প্রাইজমানি নক আউট ভলিবল প্রতিযোগিতার কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ভবতোষ দাস । সভাপতিত্ব করেন বিধায়ক কৃষ্ণধন দাস । অনুষ্ঠানে অতিথিগণ মনমোহন দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করেছে । আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য