খোয়াই প্রতিনিধি ১৩ই অক্টোবর….খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজের কনফারেন্স হলে শুক্রবার দুপুরে কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের কে নিয়ে নেশা বিরোধী এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর ভূষণ চন্দ্র দাস,খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস,সমাজসেবী সত্য দেববর্মা,খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত নেশা বিরোধী সেমিনারে উপস্থিত অতিথিরা কলেজের ছাত্র-ছাত্রী সহ সমাজের অন্যান্য যুবক শ্রেণীদের কাছে আবেদন রাখেন যাতে করে যুবকরা নেশার ছায়া থেকে দূরে থাকে। কারণ সমাজে এবং বিশেষ করে খোয়াই মহকুমা জুড়ে ড্রাগসের নেশায় আবদ্ধ হয়ে গেছে যুবসমাজ ।এই নেশার কবলে পড়ে যুবকরা যেমন নিজেদেরকে শেষ করে দিচ্ছে এর পাশাপাশি এই নেশার কারণে অনেক যুবকরা মৃত্যুর মুখে পতিত হচ্ছে।এটা একটা এমনি নেশা যার করাল গ্রাস থেকে কেউ বের হয়ে আসতে পারে না যদি কোন যুবক এই নেশার সংস্পর্শে আসে। তাই সবাইকে এই বিষয়ে সচেতন করার লক্ষ্যে খোয়াই কলেজের ছাত্র সংগঠন উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।এই বিষয়ে এই দিনের প্রধান অতিথি তাপস কান্তি দাস কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে ওরা যাতে এই ভয়ানক নেশার থেকে দূরে থাকে এবং ছাত্র-ছাত্রীরাযাতে তাদের এলাকাতে এবং বিভিন্ন নিকট আত্মীয় পরিজনদের সাথে এই বিষয়ে আলোচনা করে যাতে করে যুবকরা যাতে এই নেশা করার থেকে দূরে থাকে তার জন্য অভিভাবকরা একটু নজর রাখে। নাহলে একটা সময় আসবে সমাজের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে নেশার কবলে পড়ে।না হলে ওদের সাথে এমন হবে নেশার কবলে পড়ে যুব সমাজ এবং ছাত্ররা নিজেদের বর্তমান ও ভবিষ্যতকে অন্ধকারে নিয়ে যাবে তাই নেশার কবল থেকে দূরে থাকার জন্য ছাত্রদের প্রতি আহ্বান রাখেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস।