আগামী ১৫ অক্টোবর মুম্বাই থেকে আগরতলার মধ্যে লোকমান্য তিলক এক্সপ্রেস অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। রাজ্য থেকে সে দিন এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার আগরতলায় এম বি বি বিমানবন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রসঙ্গত আগরতলা এবং সাব্রুম এর মধ্যে নতুন করে আরো একটি ডেমো ট্রেন চালু করা হবে বলে জানা যায়। সেইসঙ্গে আগরতলা রেলওয়ে স্টেশনে এক্সেলেটর সার্ভিস চালু করা হবে। তবে মন্ত্রী এদিন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি মুম্বাইয়ের সাথে রেল যোগাযোগের জন্য রাজ্য বাসীর তরফে কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে দাবি রেখেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় রেল দফতর থেকে গত সপ্তাহ খানেক আগে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের কাছে এই বিষয়ে সার্কুলার ও এসেছে। এ বিষয়ে উত্তর পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মহাকরণে সম্প্রতি বলে গেছেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান আগরতলা থেকে মুম্বাই যেতে ৫৫ ঘন্টা সময় লাগবে। এটা রাজ্যবাসির কাছে একটা বাড়তি পাওনা। এদিন তিনি আশা করেন এই রেল পরিষেবা আগামী দিন উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে।